গণপিটুনি
গণপিটুনি

টঙ্গীতে ছিনতাইয়ের চেষ্টার সময় পিটুনিতে এক যুবক নিহত

গাজীপুরের টঙ্গীতে পথচারীর মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের সময় পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরেক যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পালিয়ে গেছেন তিনি।

নিহত ব্যক্তির নাম মো. ছাব্বির হোসেন (২৬)। তাঁর গ্রামের বাড়ি সাভারের নবীনগর এলাকায়। তবে থাকতেন টঙ্গীর এরশাদনগর এলাকায়। পিটুনির শিকার অন্য যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে টঙ্গীর স্টেশন রোড এলাকায় নামেন মো. আরিফ হোসেন নামের এক ব্যক্তি। সেখানে হঠাৎ তাঁর গলায় চাকু ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেন দুই ছিনতাইকারী। একপর্যায়ে তাঁর কপালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদের পিটুনি দেওয়া হয়।

সূত্রগুলো আরও জানায়, ওই দুই যুবককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়েছে।

ছিনতাইয়ের শিকার মো. আরিফ হোসেন জানান, তাঁর বাড়ি রাজেন্দ্রপুর এলাকায়। তিনি অফিসের কাজে টঙ্গী এসেছিলেন।

ছাব্বির এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য হিসেবে পরিচিত বলে জানান টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার। তিনি জানান, ছাব্বিরের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের দুটি মামলা আছে।