ঈদ উপলক্ষে সৈয়দপুর-ঢাকা আকাশপথে দিনে চলবে ১৭টি ফ্লাইট

সৈয়দপুর বিমানবন্দর
ছবি: প্রথম আলো

ঈদুল ফিতরে ঘরমুখী যাত্রীদের অধিক সেবা দিতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি–বেসরকারি বিমান সংস্থাগুলো। আগামীকাল বুধবার থেকে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন চারটি বিমান সংস্থার ১৭টি ফ্লাইট পরিচালনা করবে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিমানবন্দরে।

বিমান পরিবহন সংস্থাগুলো জানায়, সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটি বিমান এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এসব হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, নভো এয়ার, এয়ার অ্যাস্ট্রা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দেশের আভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সৈয়দপুর-ঢাকা রুটে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনস ঈদ উপলক্ষে দুটি ফ্লাইট বাড়িয়ে প্রতিদিন পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। নভো এয়ার এই রুটে দুটি ফ্লাইট বাড়িয়েছে। ওই সংস্থাটিও প্রতিদিন তিনটির স্থলে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

তারাও দুটি ফ্লাইট বাড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করে এলেও ঈদে তারা তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইট বুধবার থেকে শুরু হয়ে ঈদ–পরবর্তী এক সপ্তাহ চলাচল করবে।
একই সূত্র জানায়, সৈয়দপুর-ঢাকা রুটে ওই বিমান সংস্থাগুলো প্রতিদিন প্রায় দুই হাজার যাত্রীকে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ করে দেবে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, ঈদ বা উৎসব এলে সৈয়দপুর-ঢাকা রুটে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। এসব চিন্তা করে বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। এ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।