বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে আলেফ উদ্দিন (৮০) নামের রেলওয়ের অবসরপ্রাপ্ত এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার হার্ভে স্কুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলেফ উদ্দিন সান্তাহার পৌর এলাকার হার্ভে স্কুল এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নিজ বাসায় মশার কয়েল জ্বালিয়ে পত্রিকা পড়ছিলেন আলেফ উদ্দিন। অসাবধানতাবশত পত্রিকার একটি পাতা তাঁর হাত থেকে কয়েলের ওপর পড়ে আগুন ধরে যায়। এ সময় আগুনের শিখা তাঁর পরনের লুঙ্গিতে লাগলে শরীরে আগুন লেগে যায়। এতে গুরুতর দগ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাকিব হোসেন প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যসহ বিষয়টি কেউ পুলিশকে জানাননি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।