কুমিল্লায় কলেজছাত্র হত্যাকাণ্ডে এবার র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

জামিল হাসান
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় গোলাগুলিতে কলেজছাত্র জামিল হাসান ওরফে অর্ণব হত্যাকাণ্ডে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার বিকেলে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

এর আগে পুলিশ এ ঘটনায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ২৫ জন আসামির মধ্যে ১২ জন গ্রেপ্তার হলো।

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার শাসনগাছা এলাকার মো. হালিম (৫৫), মো. সজল (৩০), ওমর ফারুক (২৪), বাচ্চু মিয়া (৩৫) এবং চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকার মো. ইব্রাহীম (২৫)।

নিহত জামিল হাসান শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। শাসনগাছা বাস টার্মিনালে একটি বাস কাউন্টারে বসতেন তিনি। জামিল হাসান হত্যাকাণ্ডে তাঁর মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে দুটি মামলা করেছে।

র‍্যাব জানায়, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে ছোটখাটো ঘটনা ঘটেছে। এর জের ধরে আসামিরা গুলি ছোড়েন। এতে জামিল হাসানসহ (২৬) সাতজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে জামিল হাসান মারা যান। অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, বাস টার্মিনাল এলাকার ওই ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে র‍্যাব সব সময় কাজ করে আসছে।