নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সমাবেশটি পণ্ড হয়ে যায়। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবেরগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে গাবেরগ্রাম বাজারে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীরা সমাবেশস্থল থেকে চলে যান। এ ঘটনায় যুবদলের নেতা স্বপন মিয়া, মো. কাজল, মো. জাহিদুল ও আয়নাল হক; শ্রমিক দলের নেতা মো. মিস্টার ও মনু মিয়া; স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুহেল আহত হয়েছেন।
জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের ওরফে বাবুল খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার গাবেরগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে সমাবেশে হামলা চালান। এতে তাঁদের সাত নেতা–কর্মী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা মিছিল করতেছিল, সেখানে আমাদের দলীয় ছেলেপেলেদেরও মিছিল হচ্ছিল। ফলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেনি।’
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার প্রথম আলোকে বলেন, বিএনপির কিছু নেতা–কর্মীরা গাবেরগ্রাম বাজারে জড়ো হয়েছিলেন। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাঁদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।