প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া নতুন পোশাক হাতে দুই শিশু। গতকাল দুপুরে বেগমগঞ্জ উপজেলার আলীপুরে
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া নতুন পোশাক হাতে দুই শিশু। গতকাল দুপুরে বেগমগঞ্জ উপজেলার আলীপুরে

৪৫০ জন পেলেন নতুন পোশাক

রঙিন জামা হাতে পেয়ে ভীষণ খুশি শিশু ফারিন (৮) ও মুনতাহা (৪)। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার এই দুই শিশু জানায়, দুই সপ্তাহ তারা বাবা-মায়ের সঙ্গে বাড়ির কাছের আশ্রয়কেন্দ্রে ছিল। সেখানে অনেকে খাবার দিয়েছে, কিন্তু জামাকাপড় দেয়নি কেউ। তাই নতুন জামা পেয়ে অনেক খুশি লাগছে দুই বোনের কাছে। ফারিন, মুনতাহার মতো নতুন জামাকাপড় পেয়ে খুশি শিশু সাকিব, সুবর্ণা, জেরিন, মাইশা, জান্নাতসহ আরও অনেকে।

এই শিশুরাসহ আলীপুর গ্রামের বন্যাকবলিত ৪৫০ জনের মধ্যে গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

নোয়াখালী বন্ধুসভার সহায়তায় গতকাল পঞ্চম দিনের মতো বন্যাকবলিত এলাকায় নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ নিয়ে জেলার কবিরহাট, সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলায় বন্যার্ত ২ হাজার ১০০ জনের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।