সুনামগঞ্জে সাঈদীর মৃত্যুতে শোক জানানো স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে অব্যাহতি

সুনামগঞ্জ জেলার মানচিত্র
সুনামগঞ্জ জেলার মানচিত্র

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ সংবাদ বিজ্ঞপ্তিটি নিজেদের ফেসবুকে দেন। জুবের আহমদ প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর অব্যাহতি পাওয়া নেতারা ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগও আছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবলু মিয়া, সংগঠনের ছাতক উপজেলা শাখার সহসভাপতি তালুকদার টুনু, জগন্নাথপুর উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সিদ্দিক, একই উপজেলার চিলাউড়া ইউনিয়ন শাখার সহসভাপতি মামুন চৌধুরী ও ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আইনাল হোসেন ওরফে ইমন।

এর আগে একই অভিযোগ সুনামগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের ২১ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে তিনজন ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি।