পুড়ে যাওয়া বসতবাড়ি থেকে কিছুই রক্ষা করতে পারেননি বাসিন্দারা। গতকাল গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলে এ ঘটনা ঘটে
পুড়ে যাওয়া বসতবাড়ি থেকে কিছুই রক্ষা করতে পারেননি বাসিন্দারা। গতকাল গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলে এ ঘটনা ঘটে

বাঁশখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ১২ বসতঘর

চট্টগ্রামের বাঁশখালীতে ১২টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ডের জয়নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী দগ্ধ হয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ মিয়া, মোহাম্মদ এহছান, মোহাম্মদ কালু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ করিম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ কবির, আবদুর ছাত্তার, আবদুর ছবুর ও মোহাম্মদ হারুন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। একে একে ১২টি ঘর পুড়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে এলেও ঘরগুলো রক্ষা করা যায়নি।

এ দিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরগুলো পুড়ে যায়। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ওই সময় আগুনে ইছমাইলের স্ত্রী সালেহা বেগম দগ্ধ হলে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে।