সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন ১৮টি চা-বাগানের তিন মাসের বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা দাবিতে মশালমিছিল করেছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন ও চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। আজ সোমবার বিকেল ৫টায় সিলেট শহরতলির লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলটি বিমানবন্দর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেস্ট ক্যাম্প বাজারে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়ের সভাপতিত্বে ও চা-শ্রমিক নেতা বচন কালোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চা-বাগান শিক্ষা অধিকার পরিষদের সভাপতি অধীর বাউরী, লাক্কাতুরা চা-বাগানের আমিরন গোয়ালা, যোগেশ প্রমুখ।
সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের বকেয়া মজুরি পরিশোধ ও সব বন্ধ চা-বাগান চালু করা, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, চা-শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২২ সহ শ্রম আইনের সব বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা-বাগানে বিভিন্ন প্রজেক্ট চালুর পাঁয়তারা বন্ধ করা ও ভূমি অধিকার নিশ্চিত করা এবং অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে।
বক্তারা বলেন, তিন মাস ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের শ্রমিকেরা তাঁদের বকেয়া মজুরি পাচ্ছেন না। এত দিন ধরে সমস্যার কোনো সুরাহা না হওয়ায় শ্রমিক পরিবারগুলোর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে চা-শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান জরুরি হয়ে পড়েছে।