রাইসা মনি
রাইসা মনি

সাহায্যের আবেদন

তিন বছরের রাইসা মনির চিকিৎসায় এগিয়ে আসুন

রাইসা মনি (৩) মেরুদণ্ডের জটিলতায় ভুগছে। তার মেরুদণ্ড ও মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রাইসা নীলফামারীর ডিমলা উপজেলার রূপাহারা গ্রামের রাশেদ ইসলামের মেয়ে। দেশে বিভিন্ন সময় রাইসার চিকিৎসা করানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁর নিজের কোনো জমিজমা নেই। সংসার চালাতে ডিমলার একটি কিন্ডারগার্টেনে এক বেলা অফিস সহকারীর চাকরি করেন, আরেক বেলায় ভ্যানে যাত্রী টানেন।

শিশু রাইসার অস্ত্রোপচারে বড় অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু তার দরিদ্র ভ্যানচালক বাবার পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি মেয়ের জীবন বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: রাশেদ ইসলাম, হিসাব নম্বর: ৩০২১৫৮০০৩২৬৮১, ডাচ্‌-বাংলা ব্যাংক, ডিমলা শাখা অথবা রাশেদ ইসলাম, হিসাব নম্বর: ০০১২২০০০০৯৫৬৮, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ডিমলা শাখা। বিকাশ ও নগদেও সহায়তা পাঠানো যাবে। নম্বর: ০১৭৭৩৫৬৭৩৬৮।