চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের বাসিন্দা ও আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী মো. বাদশা (২০) এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন (৪০)। এ ছাড়া আলুকদিয়া গ্রামের এখলাস উদ্দিন (২২) ও সোহাগ হোসেন (১৮) আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মোটরসাইকেলে করে দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন বাদশা, এখলাস ও সোহাগ। যানটি চালাচ্ছিলেন বাদশা। গতকাল রাত আটটার দিকে দুর্ঘটনাস্থলে রাস্তা পার হচ্ছিলেন আলাউদ্দিন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী।
পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করেন। সেখানে এখলাস ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে বাদশা ও আলাউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আল ইমরান জুয়েল। আর আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিমেল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।