সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাদলা এলাকায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মা মিতু বিশ্বাস ও মেয়ে ইচ্ছামণি (৭)। তাঁরা শাহজাদপুর উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধীন সূত্রধরের স্ত্রী ও মেয়ে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সুধীন সূত্রধরের আরেক মেয়ে কথামণি (১৩), শ্যালিকা পলি বিশ্বাস (১৮), কাদাই বাদলা গ্রামের বাবলু মিস্ত্রির স্ত্রী অরুণা মিস্ত্রি (৫০) ও তাঁর ছেলে সৌরভ মিস্ত্রি (২০) ও অটোরিকশাচালক মোহাম্মদ তাইমুল (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। বাসটি হাটিকুমরুল-পাবনা মহাসড়ক দিয়ে উপজেলার মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে শিশু ইচ্ছামণি মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।