কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে। মুক্তচিন্তার মানুষ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকদের ওপর নির্যাতন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন এ কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা।
আজ শনিবার সকালে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন হয়। এতে সংগঠন দুটির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য মোর্শেদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, উদীচী জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
বক্তারা বলেন, আর যেন কেউ মুক্তচিন্তার মানুষ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকদের নির্যাতন করতে না পারে। সরকারকে মুক্তচিন্তার মানুষ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকদের ওপর নির্যাতন বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। এ সময় কবি–সাহিত্যিকদের ওপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন বাংলার মাটিতে না ঘটে, সেই দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পূর্বশত্রুতার জেরে ‘স্বভাবকবি’খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কবি রাধাপদ রায়ের ছেলে যুগল রায় গত রোববার রাতে পাশের এলাকার অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেছেন।