দিনাজপুর জেলার মানচিত্র
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক

দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫) ও নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।

বিজিবি জানায়, শুক্রবার ভোরে বিরল উপজেলার কিশোরীগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৩৩১/৪ এস এর কাছে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল ওই দুই যুবককে আটক করে বিরল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। আটক দুই যুবককে শুক্রবার দুপুরে বিরল থানায় হস্তান্তর করে একটি মামলা করেছে বিজিবি। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছিল বিজিবি।