সিলেটে এক তরুণকে হাতকড়া পরিয়ে আদালত কক্ষে নিয়ে যাচ্ছিল পুলিশ। আদালতের কক্ষে নেওয়ার আগেই পুলিশের হাত থেকে কৌশলে ছুটে গিয়ে চতুর্থ তলা থেকে লাফ দেন তিনি। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। পরে ওই তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
আহত তরুণের নাম শাকিল আহমদ (২৯)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আবদুর রউফের ছেলে। পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে নিজ এলাকায় একজনকে কুপিয়ে আহত করেছিলেন শাকিল। সেই ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও আদালতের পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে শাকিল আহমদকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য আদালত ভবনের চতুর্থ তলায় নিয়ে যাচ্ছিল পুলিশ। চতুর্থ তলায় আদালতের কক্ষে পৌঁছানোর আগেই পুলিশের হাত থেকে কৌশলে ছুটে যান শাকিল। এ সময় তাঁর হাতে হাতকড়া লাগানো ছিল। পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার পর চতুর্থ তলার রেলিং থেকে নিচের দিকে লাফ দেন তিনি। এতে চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশে পড়ে যান শাকিল। এতে আহত হয়ে তিনি আর নড়াচড়া করতে পাচ্ছিলেন না।
পরে পুলিশ সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে হাসপাতালটির ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর একটি পায়ের হাড় ভেঙে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে আদালত পুলিশের এক কর্মকর্তা বলেন, আহত তরুণ প্রায় ছয় মাস আগে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।