ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীসহ ১১০ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় মামলা হয়েছে। মামলায় হত্যা ও গুম করে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা রাশেদুজ্জামান (২৬) মামলাটি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী রয়েছেন। মামলায় নিক্সন চৌধুরী ও সাহাদাতকে হুকুমের আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের বাড়িতে গিয়ে তাঁদের হত্যা ও গুম করে ফেলার হুমকি দেয়। গত ৩ আগস্ট দুপুর ১২টার দিকে ভাঙ্গা কে এম এম কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙ্গা কৈডুবি সদরদী এলাকায় রেলওয়ে সড়ক ক্রসিং-সংলগ্ন পাকা সড়কে আন্দোলন করছিলেন। এ সময় আসামিরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের হুমকি দেন। পরে সাহাদাতের নির্দেশে আসামিরা তাঁদের দিকে গুলি ছুড়তে থাকে। এ সময় প্রাণ রক্ষায় আন্দোলনকারীরা পালিয়ে যান।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।