রংপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থী মোছাদ্দেককে বহিষ্কারের সিদ্ধান্ত

রংপুর জেলার ম্যাপ
রংপুর জেলার ম্যাপ

রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

গতকাল রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভায় মোছাদ্দেক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাধারণ সম্পাদক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বাইরে মোছাদ্দেক হোসেন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র মোতাবেক তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে থাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেনকে আওয়ামী লীগের নেতারা সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোছাদ্দেক তাঁর সিদ্ধান্তে অনড় থাকায় গতকাল জেলা আওয়ামী লীগের নেতারা সভা করে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জানতে মোছাদ্দেক হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ৩টি ওয়ার্ডে ১৪ এবং সাধারণ সদস্যপদে ৮টি ওয়ার্ডে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।