মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার মাগুরা পৌরসভার লক্ষ্মীকান্দর এলাকায়
মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার মাগুরা পৌরসভার লক্ষ্মীকান্দর এলাকায়

মাগুরায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে স্বামীর মৃত্যু, স্ত্রী আশঙ্কাজনক

মাগুরায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজাদা জোয়ার্দার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাগুরা পৌরসভার লক্ষ্মীকান্দর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীসহ মোটরসাইকেল আরোহী আরও দুই নারী আহত হয়েছেন।

নিহত শাহাজাদা জোয়ার্দার (৩৯) ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মজিদ জোয়ার্দারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন শাহাজাদার স্ত্রী আরবী খাতুন (২৮) ও প্রতিবেশী আরব আলীর স্ত্রী মনিরা খাতুন (৪২)। আরবী খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল আহসান প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে এক নারীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

পুলিশ ও নিহত শাহাজাদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাজাদা জোয়ার্দার তাঁর স্ত্রী ও প্রতিবেশী মনিরা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাহাজাদা জোয়ার্দার নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত শাহাজাদার ভাই আবু সাদাত প্রথম আলোকে বলেন, শাহাজাদা জোয়ার্দার পেশায় হোমিও চিকিৎসক। আট বছর আগে বিয়ে হলেও তিনি নিঃসন্তান ছিলেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আজ সকালে বের হওয়ার সময় বাড়িতে কাউকে কিছু বলে যাননি। তাঁদের ধারণা, প্রতিবেশী মনিরা খাতুনের পরিচিত কোনো চিকিৎসক বা কবিরাজ দেখানোর জন্য তাঁরা ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। কারণ, ফরিদপুরের দিকে তাঁদের কোনো আত্মীয়স্বজন নেই।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মন্ডল প্রথম আলোকে বলেন, মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত শাহাজাদার স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন।