কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। আজ শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী কিছুদিন ধরে বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান ও প্রচার করে পরাজিত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন। একই উদ্দেশ্যে বিগত ৭ ডিসেম্বর তাঁর নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বিএনপির নামে মিথ্যা, বানোয়াট ও হিংসাত্মক মন্তব্য করেছেন। এর প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা শাখার প্রতিবাদ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সন্ত্রাসী বাহিনী কাদের সিদ্দিকীর নির্দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে ছাত্রদলের কর্মী নাইম সিকদারসহ বহু নেতা-কর্মীকে মারাত্মক আহত করেছে।’
বিবৃতিতে বিএনপি নেতারা কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এর আগে ৭ ডিসেম্বর কাদের সিদ্দিকী সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভায় বক্তৃতাকালে বিএনপির সমালোচনা করে বলেন, ‘আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট আগের চেয়ে হয়তো বাড়াইয়া দিছে। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজ করছে।’
ওই দিন রাতেই সখীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেন। তাঁরা কাদের সিদ্দিকীকে ‘ভারতের দালাল’ ও ‘শেখ হাসিনার প্রেতাত্মা’ বলে অভিহিত করেন। গত সোমবার এ ঘটনাকে কেন্দ্র করে সখীপুর সদরে বিএনপি ও কৃষক জনতা লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।