সুন্দরবন
সুন্দরবন

বনরক্ষীদের দেখে হরিণ ও ফাঁদ ফেলে পালালেন তাঁরা

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা অভিযানে বের হলে তাঁদের দেখে একটি মৃত হরিণ ও কয়েক বস্তা ফাঁদ ফেলে পালিয়েছে কয়েকজন শিকারি। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গহিন সুন্দরবনের টেকের খাল এলাকায় এ ঘটনা ঘটে।

কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সুন্দরবনের টেকের খালের আশপাশে কোথাও হরিণ শিকারি দল রয়েছে। খবর পেয়েই তিনি কয়েকজন বনরক্ষীসহ ট্রলার নিয়ে গহিন বনে যান। তাঁরা তিন ঘণ্টার মতো বনের মধ্যে খোঁজাখুঁজি করে এক জায়গায় কয়েকজন মানুষের পায়ের ছাপ দেখতে পান। সেই পায়ের ছাপ ধরে বনের ভেতরে প্রবেশ করে চারজন মানুষকে হরিণের চামড়া ছিলে নেওয়ার প্রস্তুতি নিতে দেখেন। এ সময় তাঁদের দেখে মৃত হরিণ ও ফাঁদ ফেলে শিকারিরা গহিন বনের মধ্যে পালিয়ে যায়। তাদের পিছু নিয়েও ধরা যায়নি।

বন কর্মকর্তা মোবারক হোসেন আরও বলেন, ‘আমরা আস্ত মৃত হরিণসহ ৬ বস্তায় ভরা হরিণ শিকারের ফাঁদ পেয়েছি। তবে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও শিকারিদের নৌকা দেখিনি। মনে হয় এর সঙ্গে আরও লোক আছে। তারা ৪ জন শিকারিকে সুন্দরবনে নামিয়ে দিয়ে নৌকা নিয়ে চলে গেছে। আবার সন্ধ্যার দিকে হরিণের চামড়া ছিলে মাংস আলাদা করা হয়ে গেলে নৌকা নিয়ে এসে শিকারিদের লোকালয়ে নিয়ে যেত। পালিয়ে যাওয়া হরিণ শিকারিরা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী এলাকার বলে ধারণা করছি।’

বন কর্মকর্তা মোবারক হোসেন আরও বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার মামলা করা হবে এবং জব্দ হরিণ কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।