নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গেছেন। আজ রোববার সকালে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গেছেন। আজ রোববার সকালে

কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিএনজিচালিত অটোরিকশা, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কে বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যাওয়া নারীর নাম ময়ূরী বেগম (৭৫)। তিনি ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের বস্তিতে বসবাস করা গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টায় ঘোড়াশালের ঘোড়া চত্বর থেকে পাঁচজন নারী যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচদোনার দিকে যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে বাইপাস সড়কে পৌঁছার পরই দৌড়ে সড়ক পার হওয়া একটি কুকুরের সামনে পড়ে। ওই সময় সিএনজিচালিত অটোরিকশা কুকুরটিকে বাঁচাতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারায়। এতে কুকুরটি বেঁচে গেলেও অটোরিকশা উল্টে যায়। নিচে চাপা পড়েন চালকের পাশে বসা ময়ূরী বেগম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উপস্থিত স্থানীয় লোকজন উল্টে যাওয়া অটোরিকশার নিচ থেকে ময়ূরী বেগমের লাশ বের করে আনেন। তাঁর লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যান স্বজনেরা। আহত অটোরিকশাচালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পলাশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম নিহত ওই নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করেন।

পলাশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে ওই নারী নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।