সিলেটের জৈন্তাপুরে আজ শুক্রবার সকালে ঝড়বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। এ সময় বজ্রপাতে প্রাণ গেছে দুই শিশুর। তারা হচ্ছে নাঈম আহমদ (৮) ও রুবি বেগম (৬)। বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়েছে ইমন আহমদ (১০) নামের আরেক শিশুর।
নিহতদের মধ্যে নাঈম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে এবং রুবি বেগম একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তারা মামাতো ও ফুফাতো ভাইবোন। তারা ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় তারা বজ্রপাতে গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম প্রথম আলোকে বলেন, বজ্রপাতের শিকার হওয়ার পর ওই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের লোকজন তা বিশ্বাস করছিলেন না। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেও চিকিৎসকেরাও তাদের মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে নিহত অপর শিশু ইমন আহমদ উপজেলার লক্ষ্মীপুর বাংলাবাজার এলাকার আলম আহমদের ছেলে। ইমন বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। বিকেলে তাকে মৃত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল বলে জানান সেখানকার চিকিৎসা কর্মকর্তা হিল্লোল সাহা।
বজ্রপাতে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, নিহত নাঈম আহমদ ও রুবি বেগমের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ইমন আহমদের বাড়িতে সহায়তার টাকা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।