সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচণ্ডী গ্রামের হাফিজ আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত চারজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে চরচণ্ডী গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশি ও ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা চালান। হামলায় সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে সাইফুলের স্বজনেরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে সাইফুল ইসলামের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।