এলাকায় ফিরে গাড়িবহর নিয়ে মহড়া দিলেন আওয়ামী লীগ প্রার্থী

বুধবার এলাকায় ফিরে গাড়িবহর নিয়ে মহড়া দেন যশোর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌহিদুজ্জামান
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌহিদুজ্জামান গাড়িবহর নিয়ে মহড়া দিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর এলাকায় ফিরে বুধবার দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় তিনি এ মহড়া দেন। গাড়িবহরে প্রায় ২৫০টি মাইক্রোবাস-প্রাইভেট কার-মিনিট্রাক ও মোটরসাইকেল ছিল। সবার সামনে ছিল তৌহিদুজ্জামানের গাড়ি।

নেতা-কর্মীরা বলেন, দুই উপজেলায় স্থাপিত দুটি বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী। এ সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান ও নৌকা প্রতীকে ভোট চান।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন বিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা এর মনোনীত কোনো প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাঁদের মনোনীত কোনো ব্যক্তি, ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহ মিছিল কিংবা মশালমিছিল বের করতে পারবেন না। মহড়াও করতে পারবেন না।

দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান তৌহিদুজ্জামান। এ সময় চৌগাছা-ঝিকরগাছা উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তৌহিদুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে চৌগাছার উদ্দেশে রওনা হন তিনি। গাড়িবহর নিয়ে তিনি প্রথমে চৌগাছায় বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর চৌগাছা থেকে গাড়িবহর নিয়ে তিনি ঝিকরগাছা উপজেলায় যান। সেখানে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে তৌহিদুজ্জামান বলেন, ‘সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ঝিকরগাছা-চৌগাছা গড়তে নিরলসভাবে কাজ করব। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মধ্য দিয়ে আলোকিত ঝিকরগাছা-চৌগাছা উপহার দেব।’

মহড়ায় থাকা গাড়ি বহরের একাংশ

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ মল্লিক, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তৌহিদুজ্জামান মুঠোফোনে বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার পরে এই প্রথম আমি এলাকায় এলাম। নির্বাচনী এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে আমাকে গ্রহণ করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আচরণবিধি লঙ্ঘিত হবে। এখনো আমি আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়িনি।’

এ বিষয়ে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউর হাছান মজুমদার বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হবে।