চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির আবুল কালামের ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাঙারি জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে ভাঙারির জিনিস কিনতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খুঁজে পাননি। আজ সকালে লাশ উদ্ধারের খবর পান তাঁরা।
ফোরকান অভিযোগ করে বলেন, ‘আমরা ধারণা করছি, তাঁকে কেউ হত্যা করেছে। জমিজমা নিয়ে স্থানীয় লোকজন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এক সপ্তাহ আগেও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারতে এসেছিলেন। আত্মগোপন করায় সেই যাত্রায় বেঁচে যান তিনি।’
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দীন সুমন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাতাল অবস্থায় তিনি ওই মাঠের মধ্যে পানিতে পড়ে গিয়েছিলেন। বেশি পানি থাকায় উঠতে পারেননি। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।