লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট সংগ্রহ করছে কৃতী শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে
লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট সংগ্রহ করছে কৃতী শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে

সুনামগঞ্জে উচ্ছ্বাসে মেতেছে কৃতী শিক্ষার্থীরা

কয়েক দিন থেকে সুনামগঞ্জে তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। তবে তা কৃতী শিক্ষার্থীদের দমাতে পারেনি। আজ শনিবার সকাল ৯টার আগেই সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আসতে শুরু করে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের পদচারণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উচ্ছ্বাসে মেতে থাকে শিক্ষার্থীরা।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন করে শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সুনামগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলার জন্য উপস্থিত আছেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জের সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, আইনজীবী এনাম আহমেদ, সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমেদ। আয়োজনে আরও থাকছে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা।

দিরাই উপজেলা থেকে মা তুলনা বেগমকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে এসেছে কৃতী শিক্ষার্থী হাবিবা বেগম। সে বলে, ‘এ আয়োজনে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে অনেক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে। তাই আমাদের আনন্দ অনেক বেড়ে গেছে।’

স্মৃতি ধরে রাখতে ক্যামেরাবন্দী হচ্ছে কৃতী শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা প্রাঙ্গণে

ছাতক উপজেলার ছাতক সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শাহরিয়ার রুমেল সিলেটের একটি কলেজে পড়ছে। সিলেট থেকে আজ সে এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে। শাহরিয়ার বলে, ‘আমাদের সবাইকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, সেটা অকল্পনীয়। বেশ ভালো লাগছে এই আয়োজনের অংশীদার হতে পেরে। এখানে এসে অনেকের সঙ্গে বড় পরিসরে মেশার সুযোগ হয়েছে।’

সংবর্ধনায় আসা শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।