পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ছয় ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জোয়ারের সময় ডলফিনটি সৈকত এলাকায় ভেসে আসে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ জানান, রোববার সন্ধ্যার জোয়ারে ডলফিনটি সৈকতে ভেসে আসে। তাঁরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বন বিভাগকে ডলফিন ভেসে আসার খবর দেন।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’
উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইকোফিস-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রথম আলোকে বলেন, ডলফিন রক্ষার জন্য যে অভয়াশ্রমগুলো আছে, সেগুলো দ্রুত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। এ ছাড়া আরও কিছু অভয়াশ্রম করা যেতে পারে। তাহলে এসব সামুদ্রিক ডলফিন বেঁচে যেতে পারবে। সমুদ্রে মাছ ধরার জেলে নৌকা ও ট্রলারের মাঝিদের এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে। সবাই সচেতন হলে সমুদ্রের গুরুত্বপূর্ণ এ সম্পদ রক্ষা করা সম্ভব।