ঘাটাইলে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা–কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ রোববার টাঙ্গাইল-মযমসসিংহ সড়কে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা–কর্মীরা। রোববার দুপুরে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক বন্ধ করে টায়ারে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন, গত ২৮ জানুয়ারি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামায়াত-বিএনপি ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্থান দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এই অবৈধ কমিটি বাতিল না করলে আগামী ২০ মার্চ নতুন সম্মেলন করে তাঁরা নতুন কমিটি দেবেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, লোকেরপাড়ার ইউপি চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয়। এ সময় রাস্তার উভয় পাশে যানযট সৃষ্টি হয়।