রংপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর হাজিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
মারুফ হোসেন জানান, গতকাল রাতে ছাগল চুরির অভিযোগ এনে এক দম্পতিকে তুলে নিয়ে যান হাজিরহাট এলাকার কয়েক যুবক। পরে মধ্যরাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে পাঁচ যুবক ওই নারীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানা (২৮), সামসুল (৩০), জাহিদুল (২৭), বুলু (২৭) ও আলমগীর হোসেন (৩০)।
হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া জানান, ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।