গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক বলেছেন, ‘আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদেরা জনগণকে জিম্মি করে লুটপাট করবেন না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবেন না।’
আজ বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ আয়োজিত শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। এ অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।
নুরুল হক বলেন, ‘যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন, তাহলে এ পরিস্থিতির আর বদল হবে না। লড়াই সংগ্রাম আমরা করেছি সহনশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের সেই সুযোগ এসেছে। সঠিক প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘জাতীয় নির্বাচন একটি স্থায়ী নির্বাচন। এ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের বিষয়টি আলোচনায় আনতে হবে। এই সরকার কেয়ারটেকার সরকার না। অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শতসহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই, এই সরকার রাষ্ট্র সংস্কার করে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
গণ অধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।