হত্যা
হত্যা

ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে মো. সুলতান (৫৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত সুলতান ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের ৭৮ নম্বর ক্লাস্টারে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তবে আশ্রয়ণ প্রকল্পের ১১৬ নম্বর ক্লাস্টার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এরপর লাশ ভাসানচর থানায় রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভাসানচর থানা সূত্রে জানা গেছে, সুলতান ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় সবজি চাষ করতেন। আজ সকালে তিনি সেখানে গিয়েছিলেন। বেলা সোয়া একটার দিকে তাঁকে খাবার দিতে যায় ছেলে নুরুল আমিন (১৪)। এ সময় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে সে। একপর্যায়ে ক্লাস্টারের একটি খালি ঘরে বাবার গলাকাটা লাশ খুঁজে পায় নুরুল আমিন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।