রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই নারীর বাড়ি সোনাইকান্দি গ্রামেই। তাঁরা হলেন আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) ও সুমন হোসেনের স্ত্রী আছিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান বলেন, সোনাইকান্দি গ্রামের ১৫-২০ জন সকালে পদ্মার চরে খড় কাটতে গিয়েছিলেন। খড় নিয়ে বিকেলে তাঁরা নদী পার হয়ে আসছিলেন। তখন নৌকার তলা ভেঙে সেটি নদীতে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরে ভাটিতে দুজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, স্থানীয় লোকজন এবং আত্মীয়স্বজনই পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করেছেন। খবর পেয়ে তিনি একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। লাশ দুটি এখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।