নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পাশে বাঁশের তৈরি সিঁড়িতে বসিয়ে ৬ বছরের নাতি মো. জিহাদকে গোসল করাচ্ছিলেন নানি হোসনে আরা বেগম (৬৫)। একপর্যায়ে সেখান থেকে পিছলে পুকুরের পানিতে পড়ে যায় জিহাদ। তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন হোসনে আরা। পরে পানিতে ডুবে তাঁরা দুজনই মারা যান।
আজ সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। হোসনে আরা বেগম লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামের সরোয়ার খানের স্ত্রী। আর জিহাদ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে।
জিহাদের মা রহিমা বেগম বলেন, সোমবার দুপুরে তাঁর মা ছেলে জিহাদকে নিয়ে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যান। পুকুরের পাশে বাঁশের তৈরি সিঁড়ি ছিল। বেলা দুইটার দিকে তাঁর মা বাঁশের সিঁড়ির ওপর জিহাদকে রেখে গোসল করাচ্ছিলেন। একপর্যায়ে জিহাদ পিছলে সিঁড়ি থেকে পুকুরে পড়ে যায়। এ সময় তাঁর মা–ও জিহাদকে বাঁচাতে পুকুরে নেমে পড়েন। তিনিও সাঁতার জানতেন না। বেলা সোয়া দুইটার দিকে স্থানীয় লোকজন গোসল করতে এসে পুকুরের পানিতে তাঁদের ভাসতে দেখে উদ্ধার করেন। কিন্তু উদ্ধার করার আগেই তাঁরা মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।