কুমিল্লা নগরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দেশি অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সার্কিট হাউস মোড়ে এ ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারজনকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রিকেট ও ফুটবল খেলে কিশোরেরা। ওই এলাকা ঘিরে ‘একে গ্রুপ’, ‘ঈগল গ্রুপ’ ও ‘সেভেন স্টার গ্রুপ’ নামে তিনটি কিশোর গ্যাং সক্রিয়। আজ বিকেল সাড়ে চারটার দিকে ‘একে গ্রুপ’ ঈদগাহের পাশে জিমনেসিয়ামে অবস্থান নেয়। অন্যদিকে নগর উদ্যানের দিকে অবস্থান নেয় ‘ঈগল গ্রুপ’। পূর্বশত্রুতার জেরে এক পক্ষ অন্য পক্ষকে দেশি অস্ত্র দিয়ে ধাওয়া করে। তারা প্রকাশ্যে কুমিল্লা সার্কিট হাউস মোড়ে এক অন্যের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় একজনকে কোপানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশ না করার শর্তে ঈদগাহ এলাকার অন্তত তিনজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, ঈদগাহ মাঠে খেলার নামে কিছু কিশোর গ্যাং প্রায়ই মারামারি করে। এলাকায় আগেও আধিপত্য নিয়ে কিশোর গ্যাং খুনোখুনি করেছে। অন্তত তিনজন মারাও গেছে। শুক্রবার বিকেলে কিশোর গ্যাংয়ের কয়েক শ ব্যক্তি মহড়া দেয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘একে গ্রুপ ও ঈগল গ্রুপ সুইচ গিয়ার চাকু নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া করে। দুই পক্ষে ২০০ থেকে ২৫০ জন ছিল। ওরা পটকা ফোটায়। একজন আহত হয়। চারজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।’