অনেক সাধনার পর পাওয়া সন্তানটি মরে গেল ইটের আঘাতে

শ্রেয়া পড়ত দ্বিতীয় শ্রেণিতে। একটি ভবন থেকে ইট খসে পড়ে আজ মারা গেছে সে
ছবি: সংগৃহীত

কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা না রেখেই যশোরের চৌগাছা শহরের মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছিল একটি বহুতল ভবন। সেই ভবন থেকে পড়া ইটের আঘাতে মারা গেছে সাত বছর বয়সী পথচারী এক শিশু। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় জিল্লুর রহমান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে ইট পড়ে শিশুটির মৃত্যু হয়। এ সময় আহত হন শিশুটির মা।

নিহত ওই শিশুর নাম শ্রেয়া বালা। সে চৌগাছা শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা শংকর কুমার বালা ও বুলি বালা দম্পতির একমাত্র সন্তান ছিল শ্রেয়া। শংকর কুমারের একটি দোকান আছে। সেটির অবস্থান নির্মাণাধীন ওই ভবনের বিপরীতেই।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ভবনের মালিক বা নির্মাণশ্রমিকদের কাউকে আটক করেনি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

যশোরের চৌগাছা শহরের মাইক্রোবাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমান নামের এক ব্যক্তির নির্মাণাধীন এই ভবনের পঞ্চম তলা থেকে ইট খসে পড়ে শিশুর মৃত্যু হয়েছে

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা পৌনে ১১টার দিকে ওই শিশু তার মায়ের সঙ্গে স্কুল থেকে বাবার ওষুধের দোকানের দিকে যাচ্ছিল। হঠাৎ নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে গাঁথুনি করা কয়েকটি ইট খসে পড়ে তাদের মাথায়। প্রথমে মেয়েটির মা মাটিতে পড়ে যান। এরপর শিশুটিও মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে শ্রেয়ার মৃত্যু হয়। শ্রেয়ার মা বুলি বালাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়।

নিহত শিশুটির মা বুলি বালা বলেন, ‘আমাদের বিয়ের ১৪ বছর পর অনেক সাধনার পর শ্রেয়ার জন্ম হয়। ওকে আমি প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম। শনিবার প্রাইভেট শেষ করেই শ্রেয়াকে নিয়ে তাঁর বাবার দোকানে যাই। দোকান বন্ধ দেখে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থাকি। এ সময় ওপর থেকে হঠাৎ করে কয়েকটি ইট পড়লে আমি নিজে রাস্তায় লুটিয়ে পড়ি। স্থানীয় লোকেরা আমাকে উদ্ধার করতেই দেখি আমার মেয়ে রক্তে ভেসে যাচ্ছে। আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এখন আমরা কী নিয়ে বাঁচব?’

ঘটনার পরপরই চৌগাছা থানা-পুলিশের একটি দল ও চৌগাছা পৌরসভার কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ভবন নির্মাণের সময়ে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকার কথা, তার কোনোটিই ওই ভবন নির্মাণে মানা হচ্ছে না। ভবনের মালিকের অবহেলায় ওপর থেকে ইট পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এটা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। শিশুর পরিবার ও স্বজনেরা লাশের সৎকার করা নিয়ে ব্যস্ত আছেন। মামলা দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।