হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে একটি পুকুর ভরাট করে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টার দিকে পুকুরের পাশে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন শেষে পুকুরটি পুনরায় খননের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
হবিগঞ্জ পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে হবিগঞ্জ পৌরসভার এক একর আয়তনের একটি পুকুর রয়েছে। এ পুকুরের পূর্ব পাড়ে পুরোনো কাপড় বেচাকেনার টিনের একচালা একটি মার্কেট ছিল। সম্প্রতি পৌরসভা এ মার্কেট অপসারণ করে তাদের নিয়ন্ত্রণে নেয় এবং পুকুরের চারপাশ টিনের বেড়া দিয়ে সংরক্ষণ করে। পাশাপাশি পুকুরটি ভরাট করে এখানে একটি বহুতল মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি চলতি অর্থবছরে এ মার্কেট নির্মাণের বিষয়ে বাজেটও ঘোষণা করে পৌরসভা। কিন্তু এলাকাবাসী এ পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের বিপক্ষে। তাঁরা পুকুরটি খনন করে আগের রূপে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণি–পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তারা বলেন, একসময় হবিগঞ্জকে পুকুরের শহর বলা হতো। পুকুর খাল ভরাট হয়ে যাওয়ার জন্য পরিবেশ হুমকিতে পড়েছে। হবিগঞ্জ পৌরসভা যখন পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করতে চায়, তা মেনে নেওয়া যায় না। তা পরিবেশের জন্য হুমকি বয়ে আনবে।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জেলা আইনজীবী সমিতির সদস্য ফয়সল চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহ বারী প্রমুখ।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, পৌরসভা হচ্ছে সেবা প্রতিষ্ঠান। কিন্তু তারা যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে যায়, তা দুঃখজনক। তারা শহরে একে একে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণে জড়িয়ে পড়ছে।