বেতন বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের গত কয়েক দিনের আন্দোলনের পর আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সকালের দিকে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় তিন থেকে চারটি স্থানে কিছু শ্রমিক জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লেও পুলিশ তাঁদের ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কসংলগ্ন অধিকাংশ কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
স্টারলিং স্টাইলস লিমিডেট কারখানার নোটিশে বলা হয়েছে, সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় এবং শ্রমিক ভাইবোনদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আজ কারখানার সব শাখার কার্যক্রম বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম যথারীতি সচল থাকবে।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান প্রথম আলোকে বলেন, শুধু জামগড়া এলাকায় ১২-১৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শিল্পাঞ্চল পুলিশ-১-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে কয়েকজন আন্দোলনকারী সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন, তাঁদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। সড়কঘেঁষা কারখানাগুলোর অধিকাংশ আজ ছুটি ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে। তবে সড়ক থেকে কিছুটা দূরে অন্যান্য কারখানায় কাজ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকার সড়কের বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জলকামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের লাঠি হাতে মোটরসাইকেলে সড়কে মহড়া দিতে দেখা যায়।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে। কিছু কারখানা বন্ধ আছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ আছে।
এদিকে আশুলিয়ার জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত এলাকায় ২৭টি তৈরি পোশাক কারখানার অধিকাংশই আজ থেকে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে শুধু আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ২৭টি কারখানার ছুটির তথ্য পেয়েছেন। অধিকাংশ কারখানায় আজ ও কাল ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সে ক্ষেত্রে কারখানা খুলবে শনিবার।