সিরাজগঞ্জে যমুনা নদীর চর থেকে নিখোঁজের এক দিন পর জহুরুল ইসলাম ওরফে জয় (২১) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের মালশাপাড়া ৩ নম্বর ক্রসবার এলাকায় যমুনার চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জহুরুল সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নূর হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের পর জহুরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পৌর শহরের মালশাপাড়া ৩ নম্বর ক্রসবার এলাকার যমুনার চরে তরুণের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের কাছে খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত জহুরুলের চাচা সাইফুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় লোকমুখে জানতে পেরে যমুনার চরে গিয়ে ভাতিজার লাশ শনাক্ত করেন তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।