‘আমার অনুরোধে বরিশালে খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী’

বরিশালে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুরোধের পরিপ্রেক্ষিতে বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন বলে দাবি করেছেন তিনি (জাহিদ ফারুক)।

আজ শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘প্রতীক বরাদ্দ হলে মন্ত্রী হিসেবে আমি আইনত নির্বাচন নিয়ে কথা বলতে পারব না। সে জন্য আজ আমার কথাগুলো আপনাদের সামনে বলতে চাই।’ তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, গত পাঁচ বছরে এখানে কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শান্তিশৃঙ্খলা ঠিক ছিল না। মানুষ নিশ্বাস নিতে পারত না। কেউ ঘরবাড়ি বানাতে পারেনি, ট্যাক্স বেড়ে গিয়েছিল। সীমাহীন সংকটে সবার মুখে ছিল মলিনতা। এ সময় প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের সময় বরিশালে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

জাহিদ ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ জানিয়েছিলাম, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই ৫ বছরে যে ভোগান্তি হয়েছে সেটা আর হবে না। কারণ আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “তুমি যাও, নির্বাচিত হলে আমরা বরিশালকে তিলোত্তমা শহর বানাব।” আমি আপনাদের কথা দিতে পারি, আমি ও আবুল খায়ের আবদুল্লাহ মিলে বরিশালকে সুন্দর শহরে রূপান্তরিত করব।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বরিশালে কোনো সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না। আবুল খায়ের আবদুল্লাহ নির্বাচিত হওয়ার দুই মাসের মধ্যে বরিশাল শহরের অলিগলিসহ সব রাস্তা কার্পেটিং করা হবে। তাই দয়া করে তাঁকে নির্বাচিত করুন। অন্য কেউ হলে বরিশালের উন্নয়ন হবে না। যেমন আছে তেমনই গালে হাত দিয়ে থাকতে হবে। আপনারা ঘুরে দাঁড়াতে চাইলে আবুল খায়ের আবদুল্লাহকে নির্বাচিত করুন। আমি কথা দিতে পারি, তিনি ভালো কাজ করবেন, তাঁকে দিয়ে ভালো কাজ করাব আমরা।’

জাহিদ ফারুক আরও বলেন, ‘আমরা সবাই মিলে বরিশাল নগরকে একটি শান্তির শহরে পরিণত করতে চাই। বরিশালকে একটি উন্নত, আধুনিক শহরে পরিণত করতে চাই। যাতে মানুষ এই শহরে শান্তিতে বসবাস করতে পারে।’ এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।