রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরীর স্ত্রী সুরভী চৌধুরীর নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে সুরভীকে বলতে শোনা যায়, ৭ তারিখে নৌকায় ভোট না দিলে বিধবা, বয়স্ক, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যাবে।
ভিডিওটির সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ২৯ ডিসেম্বর তারাগঞ্জের আলমপুর এলাকায় নারী পুরুষদের জড়ো করে নৌকার পক্ষে ভোট চেয়ে হ্যান্ডমাইকে ওই বক্তব্য দেন আহসানুল হকের স্ত্রী। ভিডিওতে দেখা যায়, আলমপুর এলাকার একটি ফাঁকা জায়গায় নারী–পুরুষ ও শিশুরা জড়ো হয়েছেন। সেখানে একজন হ্যান্ডমাইক হাতে ধরে আছেন। পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ওই সংসদ সদস্যের পত্নী সুরভী চৌধুরী।
ভোটারদের উদ্দেশে সুরভী চৌধুরী বলেন, ‘মূল্যবান ভোটটা আপনারা নষ্ট করবেন না। পরশুদিন কে এসেছিল বলেন তো? আপনাদের তারাগঞ্জের মাটিতে, শেখ হাসিনা। আপনাদের হাতে তাঁকে (ডিউক চৌধুরীকে) উঠায় দিয়া গিয়াছে এবং নৌকা মার্কায় ভোট চেয়েছে। আর কী বলেছে, “আমার ছেলে”। তাহলে আমি তো তাঁর (প্রধানমন্ত্রীর) ছেলের বউ। প্রধানমন্ত্রীর ছেলের বউ, আমার কত গর্ব, আপনাদের কত গর্ব। পিসিরা, মারা, দিদিরা ৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন। শেখ হাসিনার উন্নয়ন বলে শেষ করতে পারব না। আপনাদের বিধবা, বয়স্ক, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা দিয়েছে। আপনারা ৭ তারিখে যদি নৌকা মার্কায় ভোট না দেন, তাহলে এগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে।’
বিষয়টি নজরে আনা হলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুবেল রানা আজ রোববার বিকেলে মুঠোফোনে বলেন, ‘এ রকম কথা প্রার্থী কিংবা অন্য কেউ বলতে পারবে না। যদি বলে থাকে, তথ্য–প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’