পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রব্বানীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান প্রথম আলোকে বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে গোলাম রব্বানী অংশ না নিয়ে পিরোজপুর-১ (সদর-নেছারাবাদ-নাজিরপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শ ম রেজাউল করিমের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় গোলাম রব্বানীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্যসচিব এমদাদুল হক ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।
নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহিদুল ইসলাম বলেন, ‘সরদার গোলাম রব্বানীকে দলের কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। অথচ তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল করছেন। আমরা তাঁর মিছিলে অংশ নেওয়ার ভিডিও ফুটেজ পেয়েছি।’
অভিযোগের বিষয়ে অব্যাহতি পাওয়া সরদার গোলাম রব্বানী বলেন, উপজেলা যুবদলের কমিটি গঠনের সময় তিনি সভাপতি ও সম্পাদকের পদ বাণিজ্যের অভিযোগ তুলে সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু জেলা কমিটি তখন পদত্যাগপত্র গ্রহণ করেনি। অর্থনৈতিক সমস্যা ও অসুস্থতার কারণে তিনি দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।