নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার করালিয়া সবজি আড়তের সামনে কবিরহাট-বসুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মো. মাঈন উদ্দিন (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সকালে বসুরহাট থেকে বসুরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করছিল। একই সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হন মো. মাঈন উদ্দিন। ওই সময় বেপরোয়া গতির বাসটি মাঈন উদ্দিকে চাপা দেয়। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম প্রথম আলোকে বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাস চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছেন। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী সময়ে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।