জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটনকে তাঁর অনুসারীদের একাংশ কর্তৃক অবাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির সদস্যরা হলেন—কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রাজিয়া সুলতানা, এনামুল হক তানান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক ও উপআইনবিষয়ক সম্পাদক সাফরিন সুরাইয়া।
বিজ্ঞপ্তিতে শাখার সব নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ অক্ষুণ্ন রাখার এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
২৩ জানুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে অন্য হলের নেতা-কর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেওয়া, জমি দখলসহ নানা অভিযোগ তুলে হাবিবুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ছয় হলের তাঁর অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ওই দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রায় ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে জড়ো হন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁর অনুসারীরা।