চুয়াডাঙ্গার দর্শনায় নববধূকে নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি এলাকায় সরোজগঞ্জ-দর্শনা সড়কে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নববধূ সোনিয়া খাতুন ও তাঁর ভাবি শেফালি খাতুন আহত হয়েছেন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার ডিহি-কৃষ্ণপুর গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে শামীমের বিয়ে হয়। আহত শেফালি একই উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার মো. সজীব মিয়ার স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, শামীম বিয়ের পর তাঁর শ্বশুরবাড়ি ডিহি-কৃষ্ণপুর গ্রামে ছিলেন। সেখান থেকে নিজের ও শ্যালকের স্ত্রীকে নিয়ে বলদিয়া বিশ্বাসপাড়া এলাকায় বেড়াতে যান। হিজলগাড়ি এলাকায় কেরু কোম্পানির খামারের কাছে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তার ওপরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে শামীম নিহত হন। স্থানীয় লোকজন তিনজনকেই উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীমকে মৃত ঘোষণা করেন।