ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে নেতা–কর্মীরা
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে নেতা–কর্মীরা

কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে উজিরপুর শ্রমিক দল নেতার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে বরিশালের উজিরপুর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কের থানায় অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সভা করে।

গত ৫ আগস্টের পরে দলের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় শ্রমিক দলের নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

সভায় উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সহিদ খান বলেন, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বেপরোয়া চাঁদাবাজিসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। বিএনপির পক্ষ তাঁকে নিষেধ করা সত্ত্বেও কোনো বাধাই তিনি মানছেন না। পরে গত মঙ্গলবার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বসে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফ মাহমুদ উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোকনকে শাসান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সাইফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোকন বলেন, ‘আমি কোনো মিথ্যা অভিযোগ দিইনি। আমাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, গতকাল বৃহস্পতিবার খোকন তাঁকে গুলি করে হত্যাচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন থানায়। এতে সাইফ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।