নাটোরে মাছ পরিবহনের ট্রাকের ধাক্কায় দূরপাল্লার একটি বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে জেলার বড়াইগ্রামের রেজুরমোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শফিকুল ইসলাম (২৮) ও উৎসব দত্ত (৫৪)। তাঁরা ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাজশাহীতে আসছিল। বাসটি বড়াইগ্রামের রেজুরমোড়ে পৌঁছালে মাছ পরিবহনের একটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেন। পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মাছ পরিবহনের ট্রাকটি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।