কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গণিত উৎসবে হাজির হয়েছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গণিত উৎসবে হাজির হয়েছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রংপুরে আঞ্চলিক গণিত উৎসব শুরু

কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা মনে হয় ভোর। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটে এসেছে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (আইজিএস) গানের দল জাতীয় সংগীত পরিবেশন করে। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে উৎসবের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও ডাচ্‌-বাংলা ব্যাংক রংপুর শাখার উপব্যবস্থাপক সামসুর রহমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘এই শীতের সকালে কুয়াশায় ঘেরা স্কুলে শিক্ষার্থীরা ছুটে এসেছে জীবনকে আলোকিত করতে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরাই এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তোমরাই।’

উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে
ছবি: প্রথম আলো

উদ্বোধনের পর এক ঘণ্টার পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে একদিকে তাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, অন্যদিকে জিলা স্কুল মাঠে টাঙানো শামিয়ানার নিচে বন্ধুতা পর্ব ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে অনুষ্ঠান চলছে। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে মঞ্চে আছেন বিশিষ্ট গণিতবিদসহ পদার্থ, রসায়ন, কম্পিউটার সায়েন্সের শিক্ষকেরা। দর্শকসারিতে বসা শিক্ষার্থীরা গণিত-সম্পর্কিত তাদের মনের নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছে শিক্ষকদের কাছে।

প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে গণিত উৎসবে যোগ দিতে আসছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে

প্রশ্নোত্তর পর্বে মঞ্চে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক বিজন মোহন চাকী, শঠিবাড়ী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক তারিক প্রধান। প্রশ্নোত্তর পর্বে ভালো প্রশ্নের জন্য তাৎক্ষণিক পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন পুরস্কৃত করা হবে।

সবশেষে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ৪ ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ী নির্বাচিত করা হবে। তাদের ঢাকা জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে। ‘আমরা করব জয় একদিন’ গানের মধ্য দিয়ে গণিত উৎসব শেষ হবে।