ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। ২ নভেম্বর দুপুরে রংপুর নগরের পায়রা চত্বরে
ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। ২ নভেম্বর দুপুরে রংপুর নগরের পায়রা চত্বরে

রংপুরে শুক্রবার গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মসূচি ঘিরে আলোচনা

গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার বেলা ৩টায় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। একই সময় নগরের সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। পৃথক স্থানে একই সময়ে দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নানা আলোচনা ও জল্পনাকল্পনা শুরু হয়েছে।

রংপুর জিলা স্কুল মাঠে শুক্রবার বেলা ৩টার সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর), সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। এ নিয়ে দলটির পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। প্রচার চালানো হচ্ছে।

এদিকে নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচি বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় পার্টি। তবে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতারা বলছেন, তাঁরা পৃথক স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।

সম্প্রতি ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে রংপুরে ২ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। সেই বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের নেতাদের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন জাপার নেতারা। এর পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য মো. হানিফ খান সজীব। সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে উল্লেখ করা হয়।

শুক্রবারের কর্মসূচি সফল করতে মাঠে প্রচারে নেমেছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। নগরজুড়ে মাইকিংয়ের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ের সামনে রংপুর মহানগর ও জেলার যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে পার্টির রংপুর মহানগর ও জেলার নেতারা ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ড ও ৮টি উপজেলা কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

গণ অধিকার পরিষদের সমাবেশ বিষয়ে জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘কে কোথায় কী করল, এটি আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের কর্মসূচি পালন করব। এ জন্য পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। আমাদের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে, পোস্টারিং হয়েছে। এই মুহূর্তে আমরা জাতীয় পার্টি নিয়ে ভাবছি না।’