আইপিডিসি-প্রথম আলো সুধী সমাবেশ

দূর করতে হবে শিক্ষকদের আর্থিক দৈন্য

আইপিডিসি ও প্রথম আলোর আয়োজনে ‘প্রিয় শিক্ষক সম্মাননা’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে। ছবি: দিনার মাহমুদ
আইপিডিসি ও প্রথম আলোর আয়োজনে ‘প্রিয় শিক্ষক সম্মাননা’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে। ছবি: দিনার মাহমুদ

শিক্ষকেরা মোমবাতির মতো নিজে জ্বলে শেষ হয়ে যান। তাঁর আলোতে হাজার প্রদীপ জ্বলে। আলোকিত করেন সমাজকে। আজ বড় বড় দালান ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু আদর্শবান শিক্ষক তৈরি হচ্ছে না। আদর্শবান শিক্ষক পেতে হলে শিক্ষকদের আর্থিক দৈন্য দূর করতে হবে। শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’ উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে এ আয়োজনের শুরুতেই বড় পর্দায় ‘আলী নূর স্যার, আকতার স্যার ও মজুমদার স্যার’ শিরোনামে ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, এরিবস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক স্বদেশ দেব রায়, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ফুটবল কোচ ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকসহ অনেকে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আমাদের মেধাবী সন্তানদের চিকিৎসক ও প্রকৌশলী বানাতে চাই। শিক্ষকতা পেশায় আসুক তা কেউ চাই না। যাঁরা মানবসেবার কথা বলে চিকিৎসা পেশায় আসেন, আমার কাছে এটা ভুয়া মনে হয়। তাঁরা সম্মান ও আর্থিক সচ্ছলতার জন্য আসেন। যদি রাষ্ট্র প্রাইমারি ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রথম শ্রেণির মর্যাদায় ও বেতনকাঠামোতে নিয়ে আসে, তাহলে মেধাবীরা এই পেশায় আসবেন।’

আরও বক্তব্য দেনস কিন্ডার কেয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক শিখা রানী, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, কমর আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আখতার, পাগলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ, পারজোয়ার উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রণজিৎ মোদক, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিফট ইনচার্জ নাহিদা সুলতানা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, গিয়াস উদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মীর মোসাদ্দেক আলী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ধীমান সাহা।

আইপিডিসি ও প্রথম আলোর আয়োজনে ‘প্রিয় শিক্ষক সম্মাননা’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা

বক্তাদের অনেকেই শিক্ষকদের সঙ্গে তাঁদের শৈশবের স্মৃতি তুলে ধরেন। তাঁদের কথায় উঠে আসে সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। চলমান বাস্তবতায় শিক্ষকদের আর্থিক সুবিধা আরও বাড়ানোর তাগিদ দেন সবাই। সেই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের সুন্দর সম্পর্কের ওপর গুরুত্বারূপ করা হয়।

শিক্ষকেরা নির্যাতিত ও নিগৃহীত হলেও তাঁরা ঐক্যবদ্ধ হয় না জানিয়ে রফিউর রাব্বি বলেন, ‘আমরা শিক্ষক শ্যামল কান্তি ও হৃদয় মণ্ডলকে নির্যাতিত এবং নিগৃহীত হতে দেখেছি। কিন্তু শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে মেরুদণ্ড সোজা করে তাঁদের পাশে দাঁড়াতে দেখিনি। আমরা শুধু শিক্ষক সমাজকে আদর্শবান মানুষ হিসেবে দেখতে চাই। কিন্তু রাজনৈতিক, ব্যবসায়ীসহ সমাজের অন্যদের আদর্শের নিশ্চয়তা দিতে দেখি না। শিক্ষকদের অর্থনেতিক জীবন-জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আদর্শ শিক্ষক তৈরি হবে।’

আইপিডিসি–প্রথম আলো ২০১৯ সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে। মনোনীত শিক্ষকদের মধ্য থেকে বাছাই করে প্রিয় শিক্ষকদের নির্বাচিত করা হয়। নারায়ণগঞ্জে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন আইপিডিসির ব্র্যান্ডিং করপোরেট কমিউনিকেশনের ব্যবস্থাপক তারিফ শেরহান, ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশনের জ্যেষ্ঠ নির্বাহী তাসিনুল ইসলাম এবং নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জুনায়েদ শাওন।

প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাসের সভাপতিত্বে সুধী সমাবেশ সঞ্চালনা করেন সাবেক সভাপতি রাসেল আদিত্য। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক। উপস্থিত ছিলেন বন্ধুসভা নারায়ণগঞ্জের সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, সাধারণ সম্পাদক মনিকা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মীরাজ রেজা, প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী, আলোকচিত্রী দিনার মাহমদুসহ বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষক এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আয়োজকেরা জানান, প্রিয় শিক্ষক মনোনয়নকারীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। একজন মনোনয়নকারী সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে (www.priyoshikkhok.com) নির্ধারিত ফরম পূরণ করে এ মনোনয়ন দেওয়া যাবে। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে। এ ছাড়া ওই ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম ডাউনলোড করে তা পূরণের পর ডাকযোগেও মনোনয়ন পাঠানো যাবে। মনোনয়ন কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

আইপিডিসি নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জুনাইয়েদ শাওন যেই প্রিয় শিক্ষকদের কারণে আজ সমাজ ও দেশ আলোকিত হচ্ছে, সেই শিক্ষকদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।