মাগুরায় ‘পকেট কাটায়’ একজনকে ন্যাড়া করে গোঁফ কেটে দেওয়া হয়

মাগুরা জেলার মানচিত্র
মাগুরা জেলার মানচিত্র

মাগুরার মহম্মদপুর উপজেলায় পকেট কাটার অভিযোগে জনসম্মুখে এক ব্যক্তির মাথার চুল কেটে ন্যাড়া ও গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ঘটনা ঘটে। এটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম জয়নাল শেখ (৫০)। তিনি মাগুরা সদরের শত্রুজিৎপুর গ্রামের বাসিন্দা।

মহম্মদপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে নাগড়া বাজারে দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের বাসিন্দা আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার চেষ্ট করেন জয়নাল শেখ। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত লোকজন জয়নাল শেখের মাথা ন্যাড়া ও গোঁফ কেটে দেন। মাথা ন্যাড়া করার দৃশ্য ফেসবুকে লাইভ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেট কাটার অভিযোগে ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে চুল ও গোঁফ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।